প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার ২৭ আগস্ট দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় সমাবেশে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, সরিষা ইউপির চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা দেশের উন্নয়ন- অগ্রগতি সহ্য করতে পারছে না।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরো বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে এলাকায় আওয়ামী লীগ সুসংগঠিত। আওয়ামী লীগের অন্যতম নেতা আশিক মাহমুদ মিতুল হাকিমের বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে। বিএনপির সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ সালথায় গৃহবধূর মৃত্ঃপরিবারের দাবি হত্যা
সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পাংশা আইডিয়াল গার্লস কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পাংশা পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha