আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১১:০৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৭, ২০২২, ৬:০৫ পি.এম
মাগুরায় আওয়ামী লীগ- বিএনপির ধাওয়া ও পাল্টা ধাওয়া

মাগুরায় আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া ও পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ও ইজিবাইকে অগ্নিসংযোগ এবং দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ৩.৩০ টার সময় মাগুরা জেলা বিএনপির ভায়না অস্থায়ী অফিসের পাশে উপজেলা চত্বরের পাশেই আওয়ামীলীগ এবং বিএনপি মুখোমুখি অবস্থান নেয়।
বিএনপি শান্তি পূর্ণ ভাবে অবস্থান করছিলো, বিএনপির কেন্দ্রীয় মনোনীত সংসদ সদস্য মাগুরা -১ আলহাজ্ব মনোয়ার হোসেন খান বক্তব্য দেওয়ার মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় সাংবাদিক, পুলিশ সদস্য, ডিবি, সিআইডি ও গোয়েন্দাদের বিভিন্ন টিম এই সংঘর্ষের মধ্য পড়ে যায়। এই সময় আওয়ামীলীগ ও বিএনপির কর্মী সর্মথকদের হাতে থাকা ইট পাটকেল ছুড়তে থাকে।
এ সময় পুলিশের সামনে ককটেল ও বোমা ফাটিয়ে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় খুলনা, বেনাপোল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের শতশত যানবাহন আটকা পড়ে। দফায় দফায় যেন উপজেলার সামনের মাগুরা-ঝিনাইদহ-যশোর রণক্ষেত্রে পরিণিত হয়। প্রায় ২ ঘন্টা ধরে সংঘর্ষ চলতে থাকে, এরপর পুলিশের জলকামান গাড়ি আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে ৭ টি মোটরসাইকেল ও ১ টি ইজিবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার মধ্যে দৈনিক সত্যপাঠ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মিলন শরীফের মাহিন্দ্র মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে সাংবাদিক মিলন শরীফ ক্রন্দনরত হতবিহ্বল অবস্থায় বিলাপ করতে থাকে।
তিনি বলেন অনেক কষ্ট করে এই মোটরসাইকেলটি কিনেছিলাম কিন্তু আমার সংবাদ সংগ্রহ করার একমাত্র মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হলো। আসলে আমরা এ কেমন সমাজে বসবাস করি। জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকলো। রাস্তায় হাজার হাজার ইট পড়ে মনে হয় যেন ভায়না এলাকাটি হঠাৎ করে স্থবতা ময়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha