আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৪, ২০২২, ৯:১৩ পি.এম
কালিয়ায় ৬ সার-কীটনাশক ও গোখাদ্য ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে উচ্চ মূল্যে সার বিক্রয়, গুদামজাতকরণ, কীটনাশকের পাশাপাশি গোখাদ্য বিক্রয় এবং লাইসেন্স না থাকার অপরাধে ছয় সার, কীটনাশক ও গেখাদ্য ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
যেসব ব্যাবসায়িকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে বড়দিয়া বাজারের সার ডিলার শেখ আয়েন উদ্দিন, সাব-ডিলার তরুণ দাশ, সাধন দাশ, হাফিজুর শিকদার ও লাবলু শিকদারকে তিন হাজার টাকা করে এবং শেখ হাসান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ছয়জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অধিক মূল্যে সার বিক্রি,গুদামজাতকরণ, কীটনাশকের পাশাপাশি গোখাদ্য বিক্রি এবং লাইসেন্স না থাকার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha