আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২১, ২০২১, ২:২৪ পি.এম
পাবনার চাটমোহরে ট্রাকচাপায় প্রাণ গেল ঘুমন্ত ব্যক্তির

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বৃহস্পতিবার (২১জানুয়ারি ) ভোর সাড়ে ৬ টার দিকে আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (৩২) নামের একজন নিহত হয়েছেন। মান্নানগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
লিটন সরকার পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। সড়কের ওয়াবদা বিভাগের জায়গায় কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও'র রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তখন নিহতের স্ত্রী ও ছোট্ট ছেলে ঘরের বাহিরে থাকায় অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে।
খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha