আজকের তারিখ : এপ্রিল ১২, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৪, ২০২২, ৭:০১ পি.এম
আগামীকাল হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক ঐক্য জোট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জ্বালানি তেল, সার, নিত্য পণ্যের মূল্য ও বাসভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আগামীকাল দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে আগামীকাল দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম , সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সদস্য সজল বাড়ৈ এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জ্বালানি তেল, সার, গ্যাস, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। উল্লেখিত পন্যের মূল্য কমানোর দাবিতে তারা আগামীকাল অর্ধদিবস হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha