আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৬:১৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৩, ২০২২, ৬:৫৯ পি.এম
ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে মহানগর বিএনপি উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক জনাব এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম- আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এছাড়া দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে বলেন, তাদের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। জিনিসপত্র দাম সমানতালে বাড়ছে , সেদিকে তাদের কোন লক্ষ নেই, তারা একের পর এক অজুহাত দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের উপরে মামলা দেয়া হচ্ছে, দেশে কোন আইনের শাসন নেই কোন গণতন্ত্র নেই, এ অবস্থা চলতে দেয়া যায় না।
বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে হবে। তাছাড়া তাদের পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
বক্তারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha