চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদন্ড-, ১০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ্দন্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত আসামী শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় আলমের টিনের ঘরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গানপাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।
এ ঘটনায় র্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুনঃ রাজশাহীতে বৃদ্ধ হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
সাক্ষ্য প্রমাণাদী শেষে দুপুরে আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ওই রায়ে দ্দন্ডিত করেন। রায় প্রদানের সময় আসামী পলাতক ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha