বরিশালের বানারীপাড়া উপজেলার জোয়ারের পানিতে সন্ধ্যা নদীতে ভেসে আসে এক নবজাতকের মরদেহ। হতভাগ্য শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে একটি কুকুর নদীর তীরে টেনেহিঁচড়ে তার মরদেহটি তুলে আনে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট বেল্লাল হুজুরের ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. খলিলুর রহমান বলেন, স্থানীয় চৌকিদার মকবুল হোসেন ওই শিশুর লাশ কুকুরে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখে থানা পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে স্থানীয় চৌকিদার মকবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
ওসি আরও বলেন, রোববার সকালে ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111