আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২১, ২০২১, ৩:৪৫ পি.এম
১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর

অগ্রাধিকার আশ্রায়ন–২ প্রকল্পের আওতায় উপাহারের জন্যে নির্মিত ঘরের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান কার্যক্রম আনুষ্ঠাানিকভাবে উদ্বোধন করবেন। একই দিনে ঘরের মালিকানা বুঝে দিতে নির্বাচিত গৃহহীনদের হাতে দলিলাদি তুলে দেওয়া হবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন–২ প্রকল্পের আওতায় জমি নাই, ঘর নাই–এ রকম জেলার ১১৫টি ভূমিহীন পরিবারের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যায়ে একেকটি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।
মাগুরা জেলায় নির্বাচিত ১১৫টি পরিবারের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহম্মদপুরে ৩০ জন, শ্রীপুরে ২০ জন এবং শালিখা উপজেলায় ৫০ জন ভূমিহীন এই নতুন ঘর পাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানান, নির্বাচিত অসহায় হতদরিদ্র পরিবারগুলো খুবই খুশি। তাদের চোখে–মুখে আনন্দের ছাপ। তাদের প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া করেছেন। এখন অপেক্ষায় আছেন কখন তারা নিজেদের স্বপ্নের বসতঘরটিতে উঠতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha