আজকের তারিখ : এপ্রিল ২৪, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২২, ২:৩৮ পি.এম
মাগুরা সদর উপজেলায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ ও সাবেক ইউএনওর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাগুরা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ ও সাবেক ইউএনওর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ২২ আগস্ট দুপুর ১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা পরিষদ, মাগুরা সদর, মাগুরা এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু।
মোঃ ইয়াছিন কবীর উপজেলা নির্বাহী অফিসার এর বদলীজনিত বিদায় এবং মোঃ তারিফ উল হাসান নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর এর দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে ১৩ ইউনিয়নে চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন অফিসার বিদায় জনিত বক্তব্য রাখেন এবং সেই সাথে নবাগত ইউএনওকে স্বাগত জানান।
বক্তব্য রাখেন গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নাসির উদ্দীন মিলন, শত্রুজিৎপুর চেয়ারম্যান মুফতি মাওলানা ওসমান গনি, হাজরাপুর চেয়ারম্যান কবির হোসেন, রাঘবদাইড় চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা ভূমি কমিশনার সাদ্দাম হোসেন। বিদায় বেলায় ইউএনও মোঃ ইয়াছিন কবীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শুধু তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু বক্তব্য বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর আমার কাছে নিজের সন্তানের মতো ভালোবাসতাম ও দেখতাম, আসলে সে প্রমোশনে পদোন্নতি হয়ে সিনিয়র সহকারী সচিব পদে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় যোগদান করবে।
আমি ব্যক্তিগত ভাবে সবসময় তার জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি, সে যেন সবসময় ভালো থাকে ও সুস্থ থেকে দেশ সেবা করে যায়। চেয়ারম্যান মহোদয় নতুন ইউএনও মোঃ তারিফ উল হাসান কে সদর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব ভার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha