ভয়াল গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে পাংশা পৌরসভা মাঠে রবিবার ২১ আগস্ট বিকেলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বিকেল সোয়া ছয়টায় শুরু হয়ে রাত পৌনে ৯টায় কর্মসূচি শেষ হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক, চরঝিকড়ী মকবুল হোসেন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি দাবি জানিয়ে বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রান-খুন-রাহাজানী-দুর্নীতি সম্পর্কে দেশের মানুষ সবই জানে। তাদের অত্যাচার-নির্যাতনের কারণে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার
বিএনপির সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মাঠে থাকার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার গুরুত্বারোপ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ১৫ আগস্ট ও ২১ আগস্ট শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১০টি ইউপির চেয়ারম্যানগণ, ১০টি ইউপি ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha