পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর বায়তুল্লাহ নগরীর মধ্যে চলমান ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা সিডিউল মোতাবেক ড্রেন নির্মাণ এবং ঠিকাদারের স্বেচ্ছাচারিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রকল্পের কাজ তদন্তের দাবি জানান। ড্রেন নির্মাণ কাজে গত কয়েকদিন ধরে অসন্তোষের ধারাবাহিকতায় ঠিকাদার ফরিদ উদ্দিনের স্বেচ্ছাচারিতা নিয়ে রবিবার ২১ আগস্ট দুপুরে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দা ও ঠিকাদারী ব্যবসার সাথে সম্পৃক্ত মোঃ মোক্তার হোসেনসহ কয়েকজন বায়তুল্লাহ নগরীর ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ফরিদ উদ্দিনের সাথে তার স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলার সময় বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পাংশা পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাব উদ্দিন ও পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমীন আক্তার প্রমূখ প্রকল্প সাইট পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ পাংশায় বীর মুক্তিযোদ্ধা গৌর বসাকের পরলোক গমন
পৌরসভার কর্মকর্তারা স্থানীয় লোকজন, ঠিকাদার ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় স্বেচ্ছাচারিতা পরিহার করে ঠিকাচুক্তি মোতাবেক ড্রেন নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার ফরিদ উদ্দিন ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha