ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারশেন এজেন্সী (জাইকা) এর সহায়তায় মঙ্গলবার মধুখালী উপজেলা হলরু মে সিএনজি ও অটো ড্রাইভারদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা।
প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম,ফরিদপুর বিআরটিএ’র লাইসেন্স পরিদর্শক এনামূল হক ইমন সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।
উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর(ইউডিএফ) মোহাম্মদ আব্দুর রউফ এবং উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. কামালউদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় মধুখালী উপজেলার থ্রি-হুইলার চালকগণ,মালিক প্রতিনিধি,চালক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।