ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার দিবাগত রাতে এক বৃদ্ধা মহিলা ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: দীপঙ্কর সাহার সাথে কথা হলে তিনি জানান, ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ শাহজাহানের স্ত্রী বছিরন নেচ্ছা (৫৫) গত শুক্রবার সকালে প্রচন্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সেই রাতে তার স্বামী শাহজাহান ও স্ত্রী বছিরন নেচ্ছা একই বেডে ঘুমিয়ে ছিলেন।
রাত অনুমান ৪টার দিকে উক্ত মহিলা হাসপাতালে মহিলা ওয়ার্ডের পাশের বারান্দায় ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আতœহত্যা করেছে। তাৎক্ষণিক আমরা সদরপুর থানা পুলিশকে জানালে, পুলিশ লাশটি উদ্ধার করে সুরাতহাল করে ফরিদপুর মর্গে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।