আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৬, ২০২১, ৩:৫৭ পি.এম
পাবনার ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতের নাম আলমাস হোসেন (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার তেরোখাদা গ্রামের টুন্ডু মিয়ার ছেলে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
নিহত আলমাস নিষিদ্ধঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha