রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ৩দিন ব্যাপী নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২১ এর সমাপনী শনিবার ১৬ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সমাপনীতে পুরস্কার বিতরণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে নৃত্য শিল্পীরা নৃত্য ও নবীন কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, শিল্পকলা একাডেমীর শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_2295" align="alignnone" width="1000"] মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha