রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্ট কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ পাংশা সরকারী কলেজের রিফাহ তাসনিয়া, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া জান্নাত শ্রুতি ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার মির্জা উম্মে সুলাইম শ্রেষ্ঠ শিক্ষার্থী, পাংশা মহিলা কলেজের প্রভাষক আফতাব হোসেন, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও পরানপুর দুরশুনদিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মাছপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, পাংশা সরকারী কলেজ, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সেনগ্রাম ফাজিল মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মুয়ীদ ইমাম শ্রেষ্ঠ স্কাউট, পাংশা সরকারী কলেজের মোঃ মনিরুজ্জামান মুন্নু শ্রেষ্ঠ রোভার, পাংশা সরকারী কলেজের মোঃ মনির হোসেন শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট, পাংশা সরকারী কলেজ শ্রেষ্ঠ রোভার গ্রুপ, পাংশা সরকারী কলেজের বিএনসিসি ইউনিট শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার সহকারী শিক্ষক বছির উদ্দিন আহমেদ শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা পারভীন শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক, পাংশা সরকারী কলেজের প্রভাষক বেলায়েত হোসেন শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক ও পাংশা সরকারী কলেজের প্রভাষক আবু ছাঈদ মোহাম্মদ নুরুল হুদা শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি তাদের মাঝে ক্রেস্ট উপহার ও সনদপত্র বিতরণ করেন।
আরও পড়ুনঃ বীর নিবাসে ঘুমানো হলো না বীরের
এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এ পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তামীমুর রহমান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৯ম শ্রেণির তুবাউল জান্নাত, পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির রিফাহ তাসনিয়া, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির সাদমান আহমেদ ও একই স্কুলের ১০ম শ্রেণির আশেক উন-নবী, পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির নাজমুস সাকিব, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৭ম শ্রেণির তানজীম মাহমুদ সিয়াম, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির অদিতী রায় পূজা, পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির রিফাহ তাসনিয়া, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির তাহ্যিয়া নাভিন জিম, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওয়াহিদ তওসিফ ও পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির মাহফুজুল আমিন আবির বিজয়ী হয়। তাদের মাঝে প্রাইজ মানি ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha