আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৭, ২০২২, ১:২১ পি.এম
ফরিদপুর মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তর আয়োজিত ফরিদপুর মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের এক সভা আজ বুধবার বেলা বারোটায় শহরের শামসুদ্দিন টাওয়ারে অনুষ্ঠিত হয়।
এতে শামসুদ্দিন টাওয়ার মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সমিতির সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলামের সভাপতিত্বে মোবাইল মার্কেটে ব্যবসায়ীদের সাথে জনসচেতনতার জন্যও মোবাইল ব্যবসা সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল শেখ সহকারী পরিচালক ভোক্তা অধিকার ফরিদপুর শাখা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র বিপণন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের মতো বক্তব্য রাখেন শামসুদ্দিন টাওয়ার মোবাইল মার্কেটের উপদেষ্টা তৈয়বুর রহমান নয়ন ও সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক তানভীর হাসান রনি, সহসভাপতি অরূপ সাহা, সদস্য মোঃ জুয়েল রানা সদস্য সাব্বির আলী মন্ডল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha