ফরিদপুরের আলফাডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সকালে ছয়জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করার এক দিন পরেই একই ঘটনায় সেইস্থান থেকে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত আটজনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া সাতজনকে ২৫দিন থেকে এক মাস ১০দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহাবুবুর ইসলাম এ জরিমানা করেন। আলফাডাঙ্গা থানার ওসি মো.ওয়াহিদুজ্জামান উপস্থিতে থানা কার্যালয়ে এই অর্থদন্ড করা হয়।
আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাংগা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাসুদ মাষ্টার ও আলমগীর মোল্লার লোকজনের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকেলে দু’পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন নারীসহ ১৫ জনকে আটক করে। সোমবার সকালে একই ঘটনায় এই স্থান থেকে ছয়জন নারীসহ সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
ওসি মো.ওয়াহিদুজ্জামান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজনকে অর্থদÐ করেন। সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha