নড়াইলে প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া (১৮) মাথায় হাতুড়িপেটার ৩দিন পর মারা গেলেন। সে খুলনা ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন। সে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার পূত্র।
এ ঘটনায় সোমবার রাতে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ আতিয়ার সিকদারসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শারীরিক প্রতিবন্ধী জুয়েল বাড়ির পার্শবর্তী মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো।
সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় ভ্যানে দোকানে আসার পথে বেদভিটা নামক স্থানে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াসিন, ফিরোজ,হাফেজসহ ৬জন তাকে হাতুড়ি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনার পর তার আর জ্ঞান ফেরেনি। শনিবার সন্ধ্যায় তার মুত্যু হয়েছে।
আরও পড়ুনঃ নড়াইলের লোহাগড়ায় মোক্তার আলী নামে একজনকে পিটিয়ে হত্যা
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,আমরা জেনেছি চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ঐ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha