জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ এর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অায়োজন করা হয়।
শনিবার ১৩ আগস্ট দুপুর ২ টার সময় সিংড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগ শংকর কুমার বিশ্বাস।
সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ ও সাবেক প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ড. এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সভাপতি শালিখা উপজেলা আওয়ামী লীগ শ্যামল কুমার দে, শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াসুর রহমান, শালিখা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, সিনিয়র সহ-সভাপতি ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুনাগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শেখর সরকার সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ গণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এসময় প্রধান অতিথি বীরেন শিকদার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালীদের গৌরব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করে এ দেশেকে পাকিস্তানদের কাছ থেকে এদেশেকে স্বাধীন করে বাংলাদেশ নামের দেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়ে ছিলো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে বাংলাদেশের শত্রুরা তাকে নির্মম ভাবে হত্যা করে।
তিনি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে সবসময় মাগুরা জেলা আওয়ামী লীগের সাথে আছেন এবং থাকবেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সবশেষে তিনি আওয়ামী লীগ দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্য বলেন, দেশের কুচক্রী মহল যাতে কোন উস্কানিমূলক বিভ্রান্ত না ছড়াতে পারে সেদিকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আর এমন সুন্দর একটা দোয়া ও মাহফিলের আয়োজন করার জন্য ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগ কে অশেষ ধন্যবাদ জানান।