আজকের তারিখ : মে ১৯, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১২, ২০২২, ২:১৩ পি.এম
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গী এর সভাপতিত্বে জ্বালানি তেল,পরিবহন ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার টিটু, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সরকারের জ্বালানি নীতির কঠোর সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমছে সরকার সেখানে অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, যা তাদের লুটপাট ও ভোগের রাজনীতির বহিঃপ্রকাশ করে।
তারা আরও বলেন মাননীয় প্রধান মন্ত্রী কিছু দিন আগেই বলেছিল পেট্রোল ও অকটেন আমরা বাইপ্রোডাক্ট হিসেবে গ্যাসের খনি থেকে পেয়ে থাকি এগুলো আমাদের আমদানি করতে হয় না,তাহলে এগুলোর দাম কেন বাড়বে তা জাতি জানতে চায়। অচিরেই জ্বালানি তেল, সার সহ নিত্যপণ্যের দাম কমাতে না পারলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে টেনে হিচড়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha