কুষ্টিয়ার ভেড়ামারা হাঁটবাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে উপজেলার হাঁটবাজারে মরিচের দাম দুই দফা বৃদ্ধি পেয়েছে। ভেড়ামারায় বিভিন্ন হাঁট-বাজারে কাঁচা মরিচ ২২০ থেকে ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে । এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগেও ভেড়ামারা কলেজ বাজার ও পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাঁট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিলো ১২০-১৩০ টাকা কেজি। শুক্রবার (১২ আগষ্ট) বাজারে গিয়ে জানা যায় কাঁচা মরিচ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পৌরসভার ফারাকপুর গ্রামের ভ্যানচালক আব্দুল লতিফ জানান, আজ কলেজ বাজারে কাঁচামরিচ কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় কিনতে পারেনি। পরে বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছি।
উপজেলার সাতবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, হাঁটবাজারে কাঁচামরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন।এটা অমানবিক।
তবে সবজি ব্যবসায়ীরা জানান, প্রায় সব অঞ্চলেই মরিচের খেতে পানি জমে গাছ পচে গেছে। এতে স্বাভাবিকভাবেই বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক। বাজারে কাঁচামরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে আবার দাম কমে যাবে।
আরও পড়ুনঃ পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ভেড়ামারায় কাঁচা মরিচের অত্যাধীক দাম, ক্রেতাদের চোঁখে পানি !এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়ার জন্য ভোক্তভুগিরা স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কাঁচামরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫