আজকের তারিখ : অগাস্ট ২, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১২, ২০২২, ৫:১৭ পি.এম
খোকসায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত

খোকসায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মনজেল আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর,খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক যুব দিবসে যুবকদের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস তিনি বলেন যুব সমাজ দেশের অন্যতম সম্পদ তাই যুব সমাজকে দেশের বোঝা মনে না করে যথাযথভাবে কাজে লাগাতে হবে তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে।
এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালি
উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha