রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ। দলমত নির্বিশেষে সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ শাহেদা খাতুন, পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও পাংশা উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি বীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা
বক্তারা সামাজিক সম্প্রীতি কমিটির কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha