আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২২, ৪:৪৯ পি.এম
রাজনগরে যুক্তরাষ্ট্রের কাউন্সিলম্যানকে উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা

মৌলভীবাজারের রাজনগরে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমানকে উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান সংবর্ধনা প্রদান করেছেন।
৭ আগস্ট রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মুক্তি চক্রবর্তী সভাপতিত্বে এ অনুষ্টান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র বোর্ড অব এডুকেশনের চারবারের কমিশনার ও দুইবারের কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমান, উপজেলা নির্বাহী কমিশনার ভূমি বাবুল সুত্র ধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান চৌধুরী, মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, উপজেল প্রাথমিক শিক্ষা কর্মকরতা ( চলতি দায়িত্ব) শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, যুবলীগ সভাপতি ময়নুল ইসলাম খান, রাজানগর প্রেসক্লাবের সহসভাপতি শংকর দুলাল দেব, সাহেদুজ্জামান আনসারী মনাই, জাহাঙ্গীর আহমেদ মুহিত, এনামুল হক লুৎ ফুর রহমান লেবু চৌধুরী বিজয় কৃঞ্চ দাস ও সাংবাদিক আহমেদউর রহমান ইমরান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha