চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ আগষ্ট) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষক পর্যায়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স সাইদুর রহমান এর স্বত্বাধিকারী মোঃ সাইদুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
বিসিআইসির ডিলার মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সক ডিএপি সার ৮০০ শ টাকা সরকারি নির্ধারিত মূল্য থাকলেও তিনি কৃষকদের জিম্মি করে ৮৮০ টাকা মূল্য সার বিক্রি করেন। এতে তাকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুরে সরকারি লাইসেন্সভুক্ত বিসিআইসির ১০জন এবং বিএডিসির ৯ জন ডিলার রয়েছে।
আরও পড়ুনঃ হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় পানিবৃদ্ধি ও তীব্র ভাঙন
ইতিমধ্যে ডিলারদের চিঠি দিয়ে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। এতে সরকার ঘোষিত দরের চেয়ে বেশি দরে সার বিক্রির কোনো সুযোগ নেই। আগামীতে ডিলাররা সার বিক্রিতে অনিয়ম করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ লাইসেন্স বাতিল করা হবে। বর্তমানে সকল ডিলারদের কৃষি বিভাগ মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha