আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৮, ২০২১, ১০:৩৭ এ.এম
পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর সাথে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মতবিনিময়

নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরার সাথে মাশরাফী বিন মোর্ত্তজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারী) বিকেলে শহরের মহিখোলাস্থ শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল এন্ড থাইরো কেয়ার সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনজুমান আরা, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সাধারাণ সম্পাদক বাবুল সাহা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম এবং এম.এম কামরুল আলম।
সভায় ফাউন্ডেশনের কর্মকর্তারা মেয়র প্রার্থীর কাছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি নড়াইল পৌরসভার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের পার্শ্বে চিত্রা নদীর তীর দিয়ে একটি ওয়াকওয়ে, শহরে প্রশস্ত রাস্তা, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার যে মাস্টার প্লান তৈরি করা হয়েছে তিনি নির্বাচিত হলে সেই প্লান অনুযায়ী পৌরসভাকে সাজানোর দাবি জানান।
মেয়র প্রার্থী এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, তিনি নির্বাচিত হলে নড়াইল পৌরসভাকে একটি মডেল পৌরসভা করার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha