ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ মানবাধিকার সংস্থা উপজেলার শাখার পক্ষ থেকে গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডে বাজারে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বাজারে ক্ষতিগ্রস্থ ৮টি দোকানদার এর পক্ষে নাজমুল হক খাঁন চঞ্চল এর হাতে ২০ হাজার টাকা নগদ অনুদান তার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: আব্দুল গফ্ফার মিয়া, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মিয়া, মোঃ আলতাপ মাতুব্বর, মানবাধিকার কমিটির সভাপতি আঃ মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু জাফর আকান্দ, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক রাজিব হাসানসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে সদরপুর বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ভস্মীভুত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫