রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মঙ্গলবার ২ আগস্ট সকালে ভোটার তালিকা হালনাগাদ-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জানা যায়, প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার সাহা, কালুখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম বিষয়ভিত্তিক আলোচনা করেন।
আরও পড়ুনঃ পাবনার চাটমোহরে চাচিকে ধর্ষনের অভিযোগ ভাতিজা গ্রেফতার
৯৪জন তথ্য সংগ্রহকারী ও ২২জন সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ১০আগস্ট থেকে ৩০আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ এবং ৫সেপ্টেম্বর থেকে ৮নভেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে বলে তথ্য নিশ্চিত করেন পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha