ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরব আলী ভূইয়া (২৯) কে কুপিয়ে গুরুতর জখম দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আরব আলী বাদী হয়ে রোববার দুপুরে ঘটনার সাথে জড়িত সুমন মোল্যাসহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ ওই রাতেই সুমনকে আটক করেছে। সুমন মাগুরা জেলা সদরের আবালপুর গ্রামের কামাল মোল্যার ছেলে। পেশায় ভ্যান চালক সুমনথাকতেন আলফাডাঙ্গায় ভাড়া বাসায়।
অভিযোগ থেকে জানা যায়, এক বছর আগে নওয়াপাড়া স্কুলে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বখাটে সুমন রাস্তা ঘাটে উত্ত্যক্ত করতো, মাঝে মধ্যে কু-প্রস্তাব দিতো। ছাত্রীর অভিযোগে আরব আলীতাকে উত্ত্যক্ত করতে বারণ করিলে সে ক্ষিপ্ত হয়ে দেখিয়ে দেবে এই মর্মে হুমকি দেয়। পূর্ব পরিকল্পিত ভাবে শনিবার রাতে সুমন ও তাঁরসঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়েহামলা করে গুরুতর জখম করে। আরব আলীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। পথচারীরা আরব আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় ৫০০ বৃক্ষ রোপন
আটক সুমন মোল্যা উত্ত্যক্ত বিষয়ে অস্বীকার করে জানান, মেয়েটিকে পছন্দ তাই তাঁর ফোন নম্বার চেয়েছিলাম। হামলার কথা স্বীকার করে বলেন, রাম দা দিয়ে নয়, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছি।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, হামলা ঘটনায় ওই রাতেই একজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধিদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।