ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে ৫০০ শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার হাসপাতাল, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।
আরও পড়ুনঃ আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।