পাংশার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ইউপি একটি বর্ধিষ্ণু এলাকা। শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অত্র এলাকার অতীত ঐতিহ্য রয়েছে। এরই ধারাবাহিকতা রক্ষায় আসন্ন কসবামাজাইল ইউপি নির্বাচনে নতুন মুখের প্রত্যাশা জোড়ালো হচ্ছে।
চলতি বছরের মে মাসের দিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে নড়েচড়ে বসছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এলাকায় একাধিক প্রার্থী জনমত গঠনে মাঠে নামলেও সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন উদীয়মান সমাজসেবক রাকিবুল ইসলাম বিশ্বাস। রবিবার ১৭ জানুয়ারী দিনভর কসবামাজাইল ইউপির বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি।
জানা যায়, এলাকায় মানবিক কার্যক্রমের কারণে দলমত নির্বিশেষ তার পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এবং দরিদ্র মানুষের সাহায্য সহযোগীতা প্রদান, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন তিনি।
এলাকার মানুষের সুখ-দুখের সাথী হিসেবে নিরলসভাবে উঠান বৈঠকসহ জনযোগাযোগ কার্যক্রম বৃদ্ধি করেছেন উদীয়মান সমাজসেবী রাকিবুল ইসলাম বিশ্বাস।
জানা যায়, কসবামাজাইলের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সুশিক্ষিত তরুণ সমাজসেবী রাকিবুল ইসলাম বিশ্বাস। তার পিতা মরহুম মশিয়ার রহমান (মাখন বিশ্বাস) একজন শিক্ষানুরাগী ভালো মানুষ ছিলেন। রাকিবুল ইসলামের চাচা মরহুম ডাঃ ইব্রাহিম বিশ্বাস ও চাচাতোভাই মরহুম জিয়াউর রহমান (ফটিক চেয়ারম্যান) বৃটিল আমল থেকে দীর্ঘদিন কসবামাজাইল ইউপির চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত সততা ও সুনামের সাথে তারা দায়িত্ব পালন করেন যা এখনও এলাকার লোকমুখে শোনা যায়।
স্থানীয়রা জানায়, রাকিবুল ইসলাম একজন সদাহাস্য-মিষ্টভাষী উদীয়মান সমাজসেবক ও সফল ব্যবসায়ী। তিনি শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে ব্যবসার উদ্দেশ্যে রাশিয়া গমন করেন। সাফল্যের সাথে ব্যবসা পরিচালনার পর ২০০০ সালে দেশে ফিরে ব্যবসা পরিচালনা করেন। বর্তমানে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তিনি।
ঢাকায় ব্যবসা পরিচালনা করলেও নাড়ীর টানে নিয়মিতভাবে গ্রামে ফিরে আসেন তিনি এবং অব্যাহতভাবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এছাড়া গরীব মানুষের সাহায্য সহযোগীতা করে চলেছেন তিনি। কসবামাজাইল নাদির হোসেন গার্লস হাইস্কুলে মশিয়ার রহমান স্মৃতি মিলনায়তন তারই অর্থে প্রতিষ্ঠিত।
তিনি কুঠিমালিয়াট সিফাত হিফজুল কোরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক। কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ ও নাদির হোসেন গার্লস হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য।
এশিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রচষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগের একজন সক্রিয় ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কসবামাজাইল ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে কার্যকরী ভ‚মিকা রাখছেন। সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে মুক্ত কসবামাজাইল ইউনিয়ন গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha