আজকের তারিখ : এপ্রিল ১৫, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৯, ২০২১, ২:২৫ পি.এম
নড়াইলের লোহাগড়ায় গৃহবধুকে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে শারমিন(২২) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ(২৭) পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পুর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের সংসার সুখে কাটছিল। মেয়ের পিতা লিটন শেখ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সোমবার(১৮ জানুয়ারি) বিকালে ইতনা নিজ বাড়িতে জামাই রিকাত শেখ আমার মেয়ে শারমিন(২২)কে সাষরোধ করে হত্যা করে পালিয়েছে। আমি খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নিহত শারমিনের শশুর বাবলু শেখ বলেন, আামি শুনেছি ছেলের বৌ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha