আজকের তারিখ : জুলাই ২০, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২২, ৮:৫৯ পি.এম
চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। ছাইকোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে নাদিম মোহাম্মদ মোরগ প্রতিকে ১২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী মোশারফ হোসেন ফুটবল প্রতিকে পেয়েছেন ১০৩৯ ভোট। অপর প্রর্থী মিলন হোসেন তালা প্রতিকে পেয়েছেন ১৫ ভোট। এই নির্বাচনে মোট ভোটার ছিল ২৯৪১জন। প্রদত্ত ভোট ২৩০৩।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন। নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha