ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আদনান সুমন, জেলা আওয়ামী লীগ এর সাবেক সদস্য আবু নাঈম, জাহিদ বেপারী, মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া , জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ , কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এমরান হোসেন রিমন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, শহর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ , যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রাবেয়া বৃষ্টি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ শহর শাখা সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক লীগের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন এবং তার প্রশংসা করে বলেন স্বেচ্ছাসেবক লীগ বিগত দিনে এবং মহামারী করনাতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে। বক্তারা বলেন আওয়ামী লীগ একটি বড় দল তাই দল করতে হলে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে।
বক্তারা বলেন সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যখন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তখনই বিএনপি জামাত জোট উন্নয়নমূলক কাজগুলিকে বাঁধাগ্রস্থ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন বক্তারা এব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এরপরে কেক কেটে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে পূর্বে আলিপুরের গোলপুকুর ড্রিম থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার ডারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন।