ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থ কেন্দ্র কয়ড়া কালী বাড়ি পরিদর্শণে এসেছিলেন বাংলাদেশ সরকারের স্বরাস্ট্র মন্ত্রণাালয়ের অতিরিক্ত সচিব তরুন কুমার সিকদার।
গত রবিবার (১৭.০১.২০২১) বিকালে কয়ড়া কালী বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা, বিশিষ্ট্য ধর্মানুরাগী সুবাস সাহার আমন্ত্রণে তিনি স্ব-স্ত্রীক কয়ড়া কালী বাড়িতে আসেন। সচিব মহোদয় কয়ড়া কালী বাড়িতে পৌছালে সুবাস সাহা এবং মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থণা জানান।
কালী বাড়িতে এসে তিনি বিভিন্ন মন্দির এবং নির্মানাধীন বিশাল আকৃতির নাট মন্দির নির্মাণের খোঁজ খবর নেন। কালী বাড়ির বিভিন্ন মন্দির এবং নাট মন্দির নির্মাণের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি বিমোহিত হন।
এরপর তিনি কালী মন্দিরে গিয়ে স্ব-স্ত্রীক প্রার্থণা করেন। তিনি করোনা মুক্ত বিশ্ব কামনা করেছেন বলে জানান। অতিরিক্ত সচিব তরুন কুমার সিকদারের সফর সঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান এবং বড় ভাই প্রফেসার অরুন কুমার সিকদার।
উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারন সম্পাদক সমর কুন্ডু, বিপ্লব পাল, অমিত সাহা, মিন্টু দাস, নারায়ন চন্দ্র দাস নারু প্রমুখ। পরিদর্শনের আগে তিনি সুবাস সাহার বাস ভবনে মধ্যহ্নি ভোজে অংশ নেন।
ধর্মানুরাগী এই সচিব মহোদয় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েও মন্দিরে আগত সাধারন ভক্তদের সাথে খোলামেলা আলাপ করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
তিনি করোনাকালীন সময়ে তিনি সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও তিনি মন্দিরের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha