আজকের তারিখ : জানুয়ারী ৭, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২২, ১:০৫ পি.এম
জামালপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
জামালপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রনিসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত রনি শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকার শেখ সাদির ছেলে।
আহত রনির স্ত্রী স্মৃতি জানায়, মঙ্গলবার দুপুরে তার স্বামী রনি তার নিজ বাড়ি হতে তাকে বাবার বাড়ি দিকে নিয়ে যাওয়ার সময় একই ইউনিয়নের খলিশাকুড়ি এলাকার ফরহাদ আলীর ছেলে শরিফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ এর বাড়ির সামনে আসা মাত্রই আলহাজ তার লোকজন নিয়ে রনির উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তার গর্ভবতী স্ত্রী স্মৃতি এগিয়ে আসলে তার উপরেও হামলা চালায়। হামলায় তারা গুরুত্বর আহত হলে পুলিশ তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরেই এমন হামলা চালিয়েছে বলে জানান, স্মৃতি আক্তার।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ বলেন, রনি ও জনি আমার ছোট ভাইকে রাস্তার সাইড দেওয়া নিয়ে মারছে আমি ফিরাইতে গেলে তারা আমাকেও মারধর করে গুরুতর আহত করে আমিও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিষয়টি আমরা জানি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha