ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দেশীয় মাছ রক্ষায় কুমার নদীতে দিনব্যাপী মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছলিমা আকতার।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা কমিটির সিদ্ধান্তে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বিত উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রায় ৩০ হাজার টাকার সমমূল্যের ৪শত মিটার ৬টি চায়না জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট প্রসিকিউশনে সাহায্য করেন উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী এস, এম, শাহাবুদ্দিন আহমেদ, মাঠ সহায়ক কর্মী আজিম সরদার প্রমুখ। এছাড়াও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha