আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৫:৫২ এ.এম || প্রকাশকাল : জুলাই ২১, ২০২২, ৭:৫৩ পি.এম
ফরিদপুর ফুটবল লিগ কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর ফুটবল লিগ কমিটির এক সভা আজ বিকেলে শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তন এ অনুষ্ঠিত হয়।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএর সভাপতি শামীম হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর লীগ কমিটির চেয়ারম্যান ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি পৌর মেয়র অমিতাভ বোস।
এ সময় জেল ক্রীড়া সংস্থার সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এবং চলতি লিগ অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
এতে আগামী ৭ ই আগস্ট হতে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের খেলা গুলো অনুষ্ঠিত হবে এতে প্রথম খেলায় মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়াচক্র বনাম কবিরপুর স্পোটিং ক্লাব।
অনুষ্ঠানে সভাপতির ভাষনে শামীম হক এই লীগের সফলতা কামনা করেন।
এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন যুব সমাজকে খেলার মাঠে আসতে হবে। এবং নিয়মিত খেলাধুলা করতে হবে। একজন ভালো খেলোয়াড় শুধু জেলা নয় একটা দেশে প্রতিনিধিত্ব করতে পারবে। আমাদের তাই ভালো খেলার খুঁজে বের করতে হবে। এ সময় তিনি প্রত্যেকটা দলকে পাঁচটি করে বল প্রদানের কথা বলেন। এছাড়া লীগে অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলকেই ৫০০০ টাকার অনুদান ঘোষণা করেন।
এতে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের স্পন্সরের দায়িত্বে রয়েছে ফরিদপুর পৌরসভা । উল্লেখ করা যেতে পারে ,এ বছর দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে চারটি গ্রুপে দলগুলি অংশগ্রহণ করছে।
এতে প্রতিদিন বিকেলে দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন একটি খেলা অনুষ্ঠিত হলেও দ্বিতীয় দিন থেকে বেলা ২- ৩০ মিনিটে এবং বিকেল ৪-৩০ মিনিটে খেলা গুলো অনুষ্ঠিত হবে।
খুব তাড়াতাড়ি এই লীগের ফিকচার ঘোষণা হবে বলে ডিএফএ সূত্রে জানা গেছে।
এদিকে লীগে অংশগ্রহণকারী দলসমূহ একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং উপভোগ খেলা গুলি অনুষ্ঠিত হবে সেটাই প্রত্যাশা করছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha