আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৪ পি.এম || প্রকাশকাল : জুলাই ২১, ২০২২, ৫:২৯ পি.এম
মাগুরায় এক নারী অতিরিক্ত পুলিশ সুপার ও তার দেহরক্ষীর কনস্টেবল এর লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী ও জেলা সদরের পুলিশ লাইনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান নামে এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে ।
পুলিশ জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার সানঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে খুলনা মেট্রোপলিটন পুলিশে এডিশনাল কমিশনার ডিবি হিসেবে কর্মরত খন্দকার লাবনি (৩৮) কে।
তাকে স্থানীয় দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুদিন আগে তিনি ছুটিতে মাগুরায় আসেন। তিনি শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের খন্দকার শফিউল আজম এর কন্যা ও দুই কন্যা সন্তানের জননী ।
নিহতের স্বামী তারেক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ও বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন আছেন । তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলে আসছিল ।
অন্যদিকে রাতে ডিউটি শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মাগুরা পুলিশ লাইন্সে ফিরে ব্যারাকের ৪তলার ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা সর্টগান দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশ সদস্য মাহামুদুল হাসান (৩০)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা । তিনি দেড় মাস আগে মাগুরায় বদলি হয়ে আসেন।
মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান- পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে দেড় মাস আগে মাগুরায় বদলি হওয়ার পূর্বে নিহত কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত থাকা অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবনীর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তবে দুজনের মৃত্যুর সাথে কোন যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha