রাজশাহীর চারঘাটে মানসুর রহমান নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় রোমান হোসেন সেতু (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ইমনুল আকাওয়াদ শাওন নামের আরেক জনকে প্রদান করা হয়েছে বেকসুর খালাস। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রোমান হোসেন সেতু। নিজ বাড়িতে একা থাকা অবস্থায় মানসুর রহমান বাঁধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ওই যুবক। হত্যার ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রোমান হোসেন সেতু ও ইমনুল আকাওয়াদ শাওনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ মাগুরায় এস আই জামালের ফাঁসির দাবিতে বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
পরে তাদের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে সেতু। এছাড়া পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানি, স্বাক্ষী ও যুক্তিতর্ক শেষে আদালত সেতুকে মৃত্যুদন্ড ও শাওনকে খালাস প্রদান করেন। রায় ঘোষনকালে দন্ডপ্রাপ্ত সেতু উপস্থিত থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন খালাস পাওয়া শাওন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha