উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র সমাধান এবং মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১৯ জুলাই শান্তিপূর্ণ পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাংশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরদার বাসস্ট্যান্ডের আব্দুল জলিল প্লাজার দ্বিতীয় তলায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সভাপতির স্বাগত বক্তব্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য, ইসলামী সংগীত পরিবেশন, নতুন কমিটি গঠন, কমিটির শপথ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ৩টায় শুরু হয়ে রাত ৮টায় সম্মেলনের কর্মসূচি শেষ হয়। মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবীরকে পুনরায় সভাপতি এবং হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। জানা যায়, মাগরিবের নামাজের পর প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কী ও কেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে দলীয় সকল পর্যয়ের নেতাকর্মীরা উজ্জীবিত হয়। নতুন কমিটির ঘোষণা দেন প্রধান অতিথি।
সম্মেলনের প্রথম পর্বে মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবীর সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী শাখার সভাপতি ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুফতি গোলাম কবীর মাসুম, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ সাব্বির হুসাইন, ইশা ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুঃ আব্দুর রহিম সুমন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাংশা উপজেলা শাখার সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান, রশিদিয়া কওমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা মোঃ আব্দুল আলীম ও কাজী জাফরুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন হাফেজ মহিউদ্দিন মানিক ও মাওলানা মোঃ আব্দুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাংশা উপজেলা শাখার নতুন কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি মাওলানা মোঃ আনোয়ার হোসেন ও মাওলানা মোঃ ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মহিউদ্দিন মানিক, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা রাসেল মাহমুদ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক মুহাঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আবু আইয়ুব আনছারী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল হাকিম, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এশারত আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শামিমুর রহমান সাদী, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাঃ শরিফুল ইসলাম সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক মুহাঃ জিল্লুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ জালাল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, সদস্য মোঃ আরশেদ আলী মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আনোয়ার হোসেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে আরো ২ জনের করোনা সনাক্ত
জানা যায়, পুনরায় সভাপতি নির্বাচিত হওয়া মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবীর দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে সম্পৃক্ত। এক সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন তিনি। নতুন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ এর আগে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha