আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:২৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ২১, ২০২২, ১:৩১ পি.এম
ফরিদপুর বৃক্ষ মেলায় গ্রিনল্যান্ড নার্সারীর বনসাই বট গাছের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা

ফরিদপুর বৃক্ষ মেলায় অংশ নিচ্ছে ৩০ টি স্টল। এর মধ্যে প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের গাছ বিক্রি হলেও ব্যতিক্রম শুধু একটি স্টলে।
স্টলের নাম গ্রিনল্যান্ড নার্সারি। এর মালিক রোমিও সিংহ অভি।এই স্টলে একটা বনসাই বট গাছের মূল্য ধরা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকায়।
এ ব্যাপারে স্টলের মালিক রোমিও সিংহ অভি জানান এই গাছ তৈরি করতে অনেক দিন সময় লাগে। যথেষ্ট পরিচর্যা করতে হয়। তিনি বলেন এটা একটা শিল্প। এই গাছটির বয়স ৩২ বছর। উচ্চতায় মাত্র দুই ফুট। সারা বিশ্বে এ ধরনের গাছের প্রচন্ড চাহিদা রয়েছে। আমাদের দেশেও তা দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।
বাইরে থেকে আমাদের দেশে বিভিন্ন ধরনের বনসাই আমদানি করতে হচ্ছে সে কারণে প্রত্যেকটি গাছের দাম বাড়তি পরে যাচ্ছে।
সরকার যদি আমাদের অনুদানের ব্যবস্থা করেন তাহলে আমরাই বিভিন্ন ধরনের বনসাই তৈরি করে বিশ্বের অপরাপর দেশে বিক্রি করতে পারব তাতে দেশের রাজস্ব আদায় হবে এবং বিদেশীরা আমাদের দেশের বনসাই ক্যাকটাসহ বিভিন্ন প্রজাতির গাছ সম্বন্ধে জানতে পারবে।
এদিকে মেলার মূল কেন্দ্রবিন্দু এই গাছটিকে কেন্দ্র করে। মেলায় আগত বেশিরভাগ দর্শক এই গাছ টিকে এক নজর দেখার জন্য তার স্টলে ভিড় জমাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha