কুস্টিয়ার ভেড়ামারা পৌর শহরে জলাবদ্ধতার দুর্ভোগ নিরসনে পৌরসভার ৯ টি ওয়ার্ডে নয়টি প্যাকেজে ১ দশমিক ৮৬ কিলোমিটার আরসিসি ড্রেন, ১ দশমিক ৬৩৮৫ কিলোমিটার আরসিসি রাস্তা, ২ দশমিক ০৭১ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে পৌরসভা।
সরকারী বিভিন্ন প্রকল্প থেকে এসব বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে ২০জুলাই বুধবার বিভিন্ন স্থান পরিদর্শন ও সার্ভে করা হয়। এছাড়াও পৌরসভায় রাতে নির্বিঘেœ চলাচল করতে আলোকিত পৌরসভা গড়তে ৯ টি ওয়ার্ডের সড়ক গুলোর বিদ্যুৎ খামবায় সড়ক বাতি লাগানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরিদর্শন, সার্ভে ও সড়ক বাতি লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র নাঈমুল হক, কাউন্সিলর সোলাইমান মাস্টার, মিজানুর রহমান ডাবলু, মেহেদী হাসান সবুজ, সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার,ঠিকাদার আতিয়ার রহমান প্রমুখ।
মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, জলাবদ্ধতা নিরসনে ওয়াটার লেবেল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। রাস্তাও লেবেল করে উচু ও প্রশস্ত করা হচ্ছে। এছাড়াও শহরের প্রতি ওয়ার্ডে প্রধান সড়ক গুলোকে গুরুত্ব দিয়ে সেখানে সড়ক বাতি লাগানো হচ্ছে। ১ হাজার বাতি পর্যায়ক্রমে লাগানো হবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ মোল্যা’র দাফন সম্পন্ন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha