রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান রবিবার ১৭ জুলাই পাংশা শহরে হোটেল রেস্টুরেন্ট ও খাদ্য স্থাপনা পরিদর্শন করেন।
রবিবার দুপুর ১টার দিকে শহরের নয়া টেস্ট নামক রেস্টুরেন্ট পরিদর্শকালে সেখানে অননুমোদিত খাদ্য রং ব্যবহারের নমুনা পান তিনি। তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় নিরাপদ খাদ্যসামগ্রী তৈরি ও সরবরাহের ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
এ ব্যাপারে স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান বলেন, নিয়মিত হোটেল রেস্টুরেন্ট ও খাদ্য স্থাপনা পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাংশা শহরের বারেক মোড়স্থ নয়া টেস্ট নামক রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় সেখানে অননুমোদিত খাদ্য রং ব্যবহরের নমুনা পাওয়া যায়। ২ কৌটা রং ধ্বংস করা হয় বলে জানান তিনি।
নয়া টেস্টের পাংশা শাখার পরিচালক কাজী নূর নবী জানান, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শকের নির্দেশনা মোতাবেক রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে। এখন থেকে অননুমোদিত খাদ্য রং ব্যবহার করা হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha