য়ারাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে কলেজ শিক্ষার্থী সাজেদুর রহমান সিফাত (১৮) হত্যাকান্ডে রাজবাড়ীর সিআইডি পুলিশ ছায়া তদন্ত করেছে।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারী দুপুরে রাজবাড়ী সিআইডির পুলিশ পরিদর্শক কাজী জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সিফাতের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবার ও গ্রামবাসী লোকজনের সাথে কথা বলেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময় কাচারীপাড়া গ্রামে ছায়া তদন্ত কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী সিআইডির পুলিশ পরিদর্শক কাজী জিল্লুর রহমান।
উল্লেখ্যঃ মঙ্গলবার রাত ১০টার দিকে মধ্য কাচারীপাড়া দোতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হামলার শিকার হয় কলেজ শিক্ষার্থী সিফাত। এলোপাতাড়ি মারপিটের ফলে সিফাতের মাথা, চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কাটা-ফাটা, রক্তাক্ত জখম হয়। ঘটনার রাতেই মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে পাংশা হাসপাতালে এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫