আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৪, ২০২১, ৬:৩৫ পি.এম
নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মত্যু
প্রতিপক্ষের হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপু্র ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানােয়ার হােসেন মােল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মত্যু হয়।
নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানােয়ার হােসেন বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বােড়াবাদুরিয়া এলাকায় পৌছালে দত্তপাড়া গ্রামের ৮ থেকে ১০জন লােক ধারালাে অস্ত্র দিয়ে ছানােয়ার হােসেন সহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এর মধ্যে ছানােয়ার হােসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে যশাের মারা যান।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হােসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha