নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি রোগীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।বাচ্চা হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় প্রসূতি মা মোছাঃ হোসনেয়ারা খাতুন। সে উপজেলার সিংসাড়া গ্রামের মোঃ নাঈম হোসেনের স্ত্রী।
হোসনেয়ারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, গত ৩ জুলাই (রবিবার) বাচ্চা হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।আমার প্রসাব বেদনা হলে নরমালে বাচ্চা হওয়ানোর জন্য দুইদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর বাচ্চা না হওয়ায় আমার স্বজনদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বাধ্য হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ২ ঘন্টা পর সেখানে আমার বাচ্চা প্রসব হয়।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে জোর করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা
তবে তিনি আরো বলেন, আমাদের সাথে যে খারাপ আচরণ করেছে, অন্য কোন প্রসূতি মায়ের সাথে যেন এরকম আচরণ আর না করে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই দৃষ্টিকটু আচরণের জন্য তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপির সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি, এ বিষয়ে সাংবাদিকদের নিউজ না করতে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha