কুষ্টিয়ার মিরপুরে দুই অ্যাডভোকেটের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (০৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত শওকত আলী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় অ্যাডভোকেট মারুফ ও অ্যাভোকেট লিপসন নামে দুই উকিল থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের।
ঈদে দুই উকিলই বাড়িতে আসে। এ অবস্থায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে লিপসনের বাড়ি ঘেরাও করে মারুফের সমার্থকরা।
আরও পড়ুনঃ শেখর ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, চরম ভোগান্তিতে সংখ্যা গরিষ্ঠ ইউনিয়নবাসী
এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় শওকত আলীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শওকত আলী মারা যায়। নিহত শওকত আলী অ্যাডভোকেট মারুফের সমার্থক বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha